সিলেবাসের পাশাপাশি, চলুক কেরিয়ারের প্রস্তুতি!

স্কুলের সিলেবাসভিত্তিক পড়াশোনার পাশাপাশি রয়েছে ভবিষ্যতের চাকরি বা কেরিয়ারের জন্য প্রস্তুতি। চলুন জেনে নিই কী কী আছে এই কোর্সটিতে। এই কোর্সটিও মূলত চারটি উপাদান দিয়ে তৈরি।

1 সিলেবাসভিত্তিক পড়াশোনা

যেখানে কয়েকটি বিজ্ঞানসম্মত ধাপে ছাত্র-ছাত্রীদের এমনভাবে পড়ানো হয় যাতে তাদের রেজাল্ট ভালো হতে বাধ্য! ছাত্রছাত্রীরা প্রথমে প্রত্যেকটি ক্লাসপিছু ভিডিয়ো টিউটোরিয়াল দেখে বিষয়বস্তু সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করবে, এরপর লাইভ ক্লাসে সেই বিষয়বস্তু সম্পর্কে যাবতীয় ডাউট ক্লিয়ার করবে, তারপর বইয়ের আকারে তৈরি টিউটোপিয়ার প্রিন্টেড নোটস পড়ে সে প্রস্তুত হবে পরীক্ষার জন্য এবং সবশেষে ডেইলি মক টেস্টের মাধ্যমে তাদের প্রস্তুতি যাচাই করে নেওয়া হবে।

2 JEE & NEET FOUNDATION

এরপরের উপাদানটি হল যে বা যারা বড়ো হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চায় তাদের জন্য ছোটোবেলা থেকেই JEE ও NEET-এর Foundation Class।

3

FOUNDATION FOR GOVT SERVICE EXAM

ছোটোবেলা থেকেই সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি। সরকারি চাকরির অধিকাংশ পরীক্ষার সিলেবাস যেহেতু মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সিলেবাসের অন্তর্ভুক্ত তাই স্কুলে পড়া অবস্থা থেকেই এই চাকরির পরীক্ষার প্রস্তুতি নিলে স্কুলের পরীক্ষার রেজাল্টও ভালো হবে এবং ভবিষ্যতে চাকরির পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রেও এগিয়ে থাকা সম্ভব হবে।

4 SPOKEN ENGLISH

এই কোর্সের সর্বশেষ উপাদানটি হল ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে শেখার জন্য স্পোকেন ইংলিশের কোর্স।

টিউটোপিয়া নিয়ে এসেছে বিশ্ববিখ্যাত ফ্লিপ-মেথড-অফ-টিচিং।

পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মিডিয়ামের ছাত্র-ছাত্রীদের উন্নতমানের শিক্ষা ও পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য Tutopia Learning App শুরু করলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষক Jonathan Bergmann এবং Aaron Sams-এর বিখ্যাত "Flip Method of Teaching"। কী এই ফ্লিপ মেথড টিচিং? গতানুগতিক পদ্ধতিতে কোনও একজন ছাত্র বা ছাত্রী যখন কোনও শিক্ষকের কাছে ক্লাস করতে যায়, সেটা স্কুল, প্রাইভেট টিউটর বা কোচিং সেন্টার যা-ই হোক না কেন, সে কিন্তু ওই ক্লাসে যেটা পড়ানো হবে সেটা সম্পর্কে কোনও ধারণা বা নলেজ না নিয়েই যায়। অর্থাৎ ওই ক্লাসে যেটা পড়ানো হয় ছাত্র-ছাত্রীদের কাছে তা একেবারে নতুন হওয়ার দরুন, তা প্রথমবারেই সম্পূর্ণভাবে বোঝা সম্ভব হয়ে ওঠে না। শুধু তাই না, ক্লাস শেষ হয়ে যাওয়ার পর ওই ক্লাসের বিষয়বস্তুকে ঘিরে ছাত্র-ছাত্রীদের মাথায় বিভিন্ন ধরনের প্রশ্ন বা ডাউট তৈরি হয়; কিন্তু ক্লাস শেষ হয়ে যাওয়ার দরুন সেই ডাউটগুলো ক্লিয়ার করার মতো কাউকে সে খুঁজে পায় না এবং সময়ের সাথে সাথে

সেই প্রশ্নগুলোও সে আর মনে রাখতে পারে না। আর এইভাবে ছাত্র-ছাত্রীর কাছে বিষয়বস্তুগুলি ক্রমশ জটিল থেকে জটিলতর হতে থাকে। এই সমস্যার সমাধানের জন্যই Tutopia নিয়ে এসেছে "Flip Method of Teaching"। এই "flip method"-এ ছাত্রছাত্রীরা প্রত্যেকটি লাইভ ক্লাস জয়েন করার আগে, ওই লাইভ ক্লাসে যে বিষয়গুলি পড়ানো হবে সেই বিষয়গুলির উপর Tutopia অ্যাপের মধ্যে থাকা অ্যানিমেটেড ভিডিয়ো টিউটোরিয়ালগুলি দেখে বিষয়ের সম্বন্ধে জ্ঞান এবং যাবতীয় ডাউট বা প্রশ্ন নিয়ে লাইভ ক্লাসে জয়েন করবে। যাতে লাইভ ক্লাসে যেটা পড়ানো হবে সেটা তার কাছে একেবারে নতুন বিষয়বস্তু না হয় এবং সে যাতে তার মনের মধ্যে তৈরি হওয়া ডাউটগুলো শিক্ষকের সাথে প্রশ্নোত্তরের মাধ্যমে ক্লিয়ার করে নিতে পারে। আমাদের লার্নিং অ্যাপে, প্রত্যেকটি লাইভ ক্লাসের দৈনিক রুটিনের সঙ্গে এই ভিডিয়ো টিউটোরিয়ালগুলি খুব সহজভাবে ম্যাপ করে দেওয়া আছে। যে কোনও উন্নত দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আজ এই ফ্লিপ মেথড অফ এডুকেশন ভীষণভাবে জনপ্রিয়।

1 VIDEO CLASS

প্রথমেই যে কোনও subject-এর যে কোনও অধ্যায় ভালো করে বুঝে নেওয়ার জন্য প্রত্যেকটি বিষয়ের উপর রয়েছে অধ্যায়ভিত্তিক ভিডিয়ো টিউটোরিয়াল। এই ভিডিয়ো টিউটোরিয়ালগুলো অ্যানিমেশন ও গ্রাফিক্সের মাধ্যমে সিনেমার মতো করে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যাতে ছাত্রছাত্রীদের পড়তেও ভালোলাগে এবং বিষয়বস্তুর প্রতি তাদের আগ্রহ ক্রমশ বাড়ে। এইভাবে লাইভ ক্লাসের আগে বিষয়বস্তু সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করা এবং মনের মধ্যে ওই বিষয়বস্তু সংক্রান্ত যাবতীয় প্রশ্নগুলোকে লাইভ ক্লাসে টিচারের থেকে clear করে নেওয়ার জন্য জড়ো করে প্রস্তুত হওয়ায়ই এর মূল লক্ষ্য।

2 LIVE CLASS

Flip Method অনুযায়ী ওই একই বিষয়ের উপর ছাত্রছাত্রীদের লাইভ ক্লাস করানো হবে। অর্থাৎ, ভিডিয়ো টিউটোরিয়াল দেখে বোঝার পর, একজন ছাত্র বা ছাত্রীর মনে ঐ অধ্যায় সম্পর্কিত যে যে doubt গুলো থাকবে সেগুলো clear করার জন্য টিউটোপিয়ার লাইভ ক্লাস। যেখানে ছাত্রছাত্রীরা সরাসরি শিক্ষকের সঙ্গে প্রশ্নোত্তরের মাধ্যমে নিজেদের doubt গুলো clear করে নিতে পারবে।

3 NOTES

পরীক্ষায় কোন প্রশ্ন আসবে, কোন প্রশ্নের উত্তরে কী লিখতে হবে, -এইসবের জন্য পড়তে হবে টিউটোপিয়ার স্মার্ট-নোটস। যা বইয়ের আকারে প্রিন্টেড ফর্মে ছাত্র-ছাত্রীদের দেওয়া হয়।

4 MOCK TEST

এবার নিজের প্রস্তুতি কতটা হয়েছে সেটা বোঝার জন্য টিউটোপিয়ার অধ্যায়ভিত্তিক Mock Test দিয়ে নিজেকে যাচাই করে নিতে হবে।

1 Million +
Downloads
5,80,000 +
Registered Users
16,000 +
Video Content Library
4.8 +
App Rating
18500 +
Pages of Notes
2300 +
Live Classes

Awards & Recognition

Copyright Ⓒ 2025. tutopialearningapp.com. All rights reserved. Privacy Policy | T&C (7449334000)
phone-call whatsapp Buy Online