ব্যাবসা করার ইচ্ছে আছে অথচ অনেক টাকা বিনিয়োগ করতে লাগবে এই ভেবে যাঁরা ব্যাবসা করতে পিছিয়ে যাচ্ছেন ঠিক তাঁদের জন্যই টিউটোপিয়া নিয়ে এসেছে মাইক্রো পার্টনারশিপ। যেসব উদ্যোগী মানুষ এই সামগ্রিক শিক্ষাবিপ্লবে শামিল হতে এবং টিউটোপিয়ার লভ্যাংশের অংশীদার হতে চান, তাঁরা টিউটোপিয়ার Micro Partner হয়ে কাজ শুরু করুন মাত্র ৭৫০০/- টাকা (Plus GST) বিনিয়োগ করে।
Know Moreপশ্চিমবঙ্গকে পিনকোড-এর ভিত্তিতে ছোটো ছোটো ক্লাস্টার-এ ভাগ করে প্রত্যেকটি ক্লাস্টার-এ একটি নির্দিষ্ট বিনিয়োগের বিনিময়ে একজন করে ডিস্ট্রিবিউটর নিয়োগ করে তাঁদের মাধ্যমে আমরা স্টুডেন্টদের কাছে টিউটোপিয়া লার্নিং অ্যাপের সাবস্ক্রিপশন পৌঁছে দিই। এক্ষেত্রে ওই ডিস্ট্রিবিউটরের নির্দিষ্ট এলাকায় বিক্রিত টিউটোপিয়া অ্যাপের সমস্ত সাবস্ক্রিপশন মূল্যের ওপর একটি নির্দিষ্ট প্রফিট মার্জিন তিনি পাবেন। বিনিয়োগের পরিমাণ এক্ষেত্রে নির্ভর করবে ওই এলাকায় কতগুলি স্কুল আছে তার ওপরে।
Know Moreটিউটোপিয়া লার্নিং অ্যাপ শুরু করার পর থেকেই আমরা কতগুলি বাধার সম্মুখীন হই। প্রথমত, বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের সকলের কাছে স্মার্ট ফোন উপলব্ধ নয়, দ্বিতীয়ত, গ্রাম্য এলাকায় যাদের যাওবা স্মার্ট ফোন আছে তাদের ইনটারনেট কানেকশন অনেকক্ষেত্রে অত্যন্ত দুর্বল, তৃতীয়ত, অর্থনৈতিক সমস্যা। এইসব সমস্যা সমাধানের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের প্রতিটি পিনকোডে একটা করে টিউটোপিয়া স্মার্ট কোচিং শুরু হতে চলেছে। আপনিও টিউটোপিয়ার লোকাল পার্টনার হয়ে শুরু করতে পারেন আপনার পিনকোডে টিউটোপিয়া স্মার্ট কোচিং।
Know MoreAwarded by
Govt. Of West Bengal
Tutopia & ABP Ananda
together for distributing
free subscription in
COVID period,
April-2021
Zee 24 Ghanta
Education Excellence
Award
July-2021
Zee Hindustan
Uddan Award
September-2021
Recognition
from Honble
Union Minister
Ashwini Vaishnaw
as a Promising Start up,
December-2021
Economic Times
Award-2022
March-2022
Times Business
Award-2022
April-2022