EN

দুস্থ ছাত্রছাত্রীর পাশে দাঁড়ান

শিক্ষাই একমাত্র মুক্তির রাস্তা। একথা একজন শিক্ষিত মানুষ হিসেবে আপনার থেকে ভালো কেই বা জানে? কিন্তু পশ্চিমবঙ্গের বহু ছাত্রছাত্রী শুধুমাত্র আর্থিক কারণে শ্রেণিবৈষম্যের শিকার। তাই পশ্চিমবঙ্গের প্রতিটি ঘরে ঘরে এই শিক্ষার আলো পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়ে আমরা এক অভিনব যাত্রা শুরু করেছি। আর সেই যাত্রায় আজ আপনি শামিল করতে পারেন নিজেকেও। আমাদের মাধ্যমে আপনিও পৌঁছে দিতে পারেন শিক্ষার আলো দুস্থ কোনো শিক্ষার্থীর ঘরে। টিউটোপিয়ার থেকে এক বা একাধিক ক্লাসের সাবস্ক্রিপশন নিয়ে আপনি তা উপহারস্বরূপ প্রদান করতে পারেন দুস্থ মেধাবী কোনো শিক্ষার্থীকে। আপনার সাথে হাতে হাত মিলিয়ে টিউটোপিয়াও সেই শিক্ষার্থীকে দেবে টিউটোপিয়া প্লাস -এর স্পোকেন ইংলিশ ও স্পিড ম্যাথের মতো টিউটোরিয়াল সম্পূর্ণ বিনামূল্যে। তাহলে আসুন আমরা প্রত্যেকে একটু করে এগিয়ে আসি, বাড়িয়ে দিই আমাদের সাহায্যের হাত, যেন শিক্ষাক্ষেত্রে শ্রেণিবৈষম্যের শিকার না হয় কোনো শিক্ষার্থী। যেন পশ্চিমবঙ্গের একজন শিশুকেও ভবিষ্যতের দৌড়ে পিছিয়ে পড়তে না হয়। এগিয়ে এসে দায়িত্ব নিন এক বা একাধিক শিশুর শিক্ষার। চলুন পশ্চিমবঙ্গকে সবাই মিলে করে তুলি শিক্ষার নিরিখে সর্বোৎকৃষ্ট রাজ্য।

For any query

এই বিষয়ে আরও জানতে আজই যোগাযোগ করুন টিউটোপিয়ার সাথে এই নম্বরে।

Enquiry Now

Copyright Ⓒ 2022. tutopialearningapp.com. All rights reserved. Privacy Policy (09903985050)