সৃজনশীল বিভিন্ন মাধ্যমগুলির মধ্যে সিনেমা বা চলচ্চিত্র নিঃসন্দেহে সর্বাপেক্ষা আকর্ষণীয় একটি মাধ্যম। যার নির্মাণ প্রক্রিয়াটিও তুলনামূলকভাবে জটিল ও বহুস্তরবিশিষ্ট। তবে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে প্রাথমিক এবং সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হল স্ক্রিপ্ট বা সিনেমার চিত্রনাট্য। চিত্রনাট্য বিষয়টি যেমন আকর্ষণীয়, তেমনই বর্তমানে চিত্রনাট্যকার হওয়া ছেলেমেয়েদের কাছে বিকল্প
একটি পেশা। চিত্রনাট্যে কেবল সিনেমার কাহিনিটিই থাকে না; থাকে চরিত্রদের পরিচিতি, সংলাপ, দৃশ্যের বিবরণ, দৃশ্যায়ন কীভাবে হবে তার নির্দেশনা ইত্যাদি। তাই গল্প লেখা আর চিত্রনাট্য লেখা এক নয়। চিত্রনাট্য লিখতে গেলে নাটকীয়তা নির্মাণে যেমন সিদ্ধহস্ত হতে হবে, তেমনই জানতে হবে ক্যামেরার শট নেবার খুঁটিনাটি। তবে এখানেই শেষ নয়, রয়েছে আরও অনেক কারিগরি দিক। যেগুলি সম্পর্কে টিউটোপিয়া প্লাসে শিখিয়েছেন শ্রীজাত। যিনি সাহিত্যিক হওয়ার সঙ্গে সঙ্গে একজন বিশিষ্ট চিত্রনাট্যকার। তাঁর ক্লাসগুলি হতে পারে শিক্ষার্থীদের চিত্রনাট্য রচনার সেরা গাইড, এবং তাদের পেশা-প্রবেশের প্রবেশক পাঠ।
সিনেমার স্ক্রিপ্ট - সাবস্ক্রিপশন মূল্য - Rs.599+GST
আপনি যদি সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির মধ্যে একাধিক ক্লাসের সাবস্ক্রিপশন ইতিমধ্যে নিয়ে থাকেন তাহলে Tutopia Plus আপনি ওই ক্লাসেগুলির সাথে ফ্রিতেই পাবেন। আর যদি আপনি শুধুমাত্র Tutopia Plus -এর নিজের পছন্দমতো কোনো কোর্স নিতে চান সেক্ষেত্রে আপনাকে সাবস্ক্রিপশনের জন্য মূল্য লাগবে।
আপনি চাইলে শুধু Tutopia Plus নিতে পারেন সেক্ষেত্রে আপনাকে Tutopia Plus-এর যে যে কোর্সগুলি আপনি নিচ্ছেন তার সাবস্ক্রিপশন মূল্য দিতে হবে। আর আপনি যদি সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির মধ্যে একাধিক ক্লাসের সাবস্ক্রিপশন ইতিমধ্যে নিয়ে থাকেন তাহলে Tutopia Plus আপনি ওই ক্লাসেগুলির সাথে ফ্রিতেই পাবেন।
আপনি যদি শুধুমাত্র Tutopia Plus নিতে চান সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন-এর সময় Tutopia Plus দিয়ে রেজিস্টার করলেই হবে।
হ্যাঁ, Tutopia Plus -এর সাবস্ক্রিপশন নেওয়ার পর আপনি চাইলে টিউটোপিয়ার অন্তর্ভুক্ত যে-কোনো ক্লাসের সাবস্ক্রিপশন নিতে পারেন।
Tutopiua Plus-এর সাবস্ক্রিপশন পেতে গেলে আপনার স্ক্রিনের ডানদিকে "Enroll Now " বাটন-এ ক্লিক করুন। সেখান থেকে আপনি পরবর্তী প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে পারবেন। কোনো সহায়তার জন্য আপনি আমাদের হেল্পলাইন নম্বর: 9903985050 , এইখানে যোগাযোগ করতে পারেন।
Tutopia Plus-এ ক্লাস করার সময় যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আপনি আমাদের হেল্পলাইন নম্বর: 9903985050, এইখানে যোগাযোগ করতে পারেন। আমাদের হেল্পলাইন সোম থেকে শনি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। আমাদের হেল্পলাইন এক্সিকিউটিভ খুব অল্প সময়ের মধ্যে আপনার যাবতীয় সমস্যার সমাধান করে দেবেন।
Tutopia Plus -এর সাবস্ক্রিপশন মূল্য দেওয়ার বিভিন্ন উপায় আছে। উপায়গুলি হল—
১.ইনটারনেট ব্যাংকিং
২. ডেবিট/ক্রেডিট কার্ড
৩.UPI যেমন— GPay, Paytm, PhonePe, Amazon Pay ইত্যাদি।
৪.আপনি চাইলে সাবস্ক্রিপশন মূল্য সরাসরি আমাদের ব্যাংক অ্যাকাউন্টেও জমা করতে পারেন।
৫.অনলাইন ছাড়াও আপানি অফলাইন পদ্ধতিতেও সাবস্ক্রিপশন মূল্য দিতে পারেন। সেক্ষেত্রে আমাদের প্রতিনিধি সরাসরি আপনার বাড়িতে গিয়ে আপনার থেকে সাবস্ক্রিপশন মূল্য সংগ্রহ করে নেবেন।
আপনি সাবস্ক্রিপশন নেওয়ার পর যদি কোনো কারণে তা বাতিল করতে চান তাহলে তা অতি অবশ্যই সাবস্ক্রিপশন নেওয়ার ৩ দিনের মধ্যে ই-মেইল বা ফোনের মাধ্যমে আমাদের জানাতে হবে। আমাদের ই-মেইল হল info@tutopia.in, আর আমাদের সাথে যোগযোগ করার নম্বর হল 9903985050। সাবস্ক্রিপশন নেওয়ার ৩ দিন পর সাবস্ক্রিপশন বাতিল করার কোনো আবেদন গ্রাহ্য হবে না।
সিনেমার স্ক্রিপ্ট - সাবস্ক্রিপশন মূল্য - Rs.599/-